
ছেলেকে কলেজে দেখতে এসে বাড়ী যাবার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মা-বাবা দুই জনই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।
৩০ জুন, সোমবার বেলা সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট রেলসড়কের নরসিংদীর শহরতলীর দগরিয়া রেলক্রসিংয়ের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদী জেলার মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।
রেল পুলিশ ও স্থানীরা জানান, নরসিংদী সাহেপ্রতাব এলাকায় স্থাপিত ইনডিপেনডেন্ট কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ছেলে মাহবুবুর রহমানকে দেখতে আসেন তার বাবা-মা। ছেলের খোঁজখবর নেয়া শেষে একটি মোটরসাইকেলযোগে বাবা-মা উভয়েই বাড়ি ফিরছিলেন। তারা মোটরসাইকেল যোগে চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেস ট্রেনটি তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়। পরে নিহতের ছেলে ও স্বজনরা গিয়ে তাদের মরদেহ শনাক্ত করেন।
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা বলেন, আমাদের কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্র মাহবুবুর রহমানকে দেখতে আসেন তার বাবা-মা। তারা তাকে দেখে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে আমিসহ আমার কলেজের অন্যান্য শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে যাই।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম জহিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসি। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]