'নির্বাচনের মনোনয়নে গুরুত্ব পাবেন ত্যাগী ও জনবান্ধব নেতারা'
প্রকাশ : ২১ জুন ২০২৫, ২২:৪০
'নির্বাচনের মনোনয়নে গুরুত্ব পাবেন ত্যাগী ও জনবান্ধব নেতারা'
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের ত্যাগী, জনবান্ধব, বিগত সময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এবং ক্লিন ইমেজের নেতাদের গুরুত্ব দেবে বিএনপি। আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে দলীয় নির্দেশনা মেনে যারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, তারা মনোনয়নে এগিয়ে থাকবেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকা যাবে না। তারেক রহমানের নির্দেশনা মেনে সকল দ্বন্দ্ব নিরসন করে এক সাথে পথ চলতে হবে।


তিনি শনিবার (২১ জুন) নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।


খায়রুল কবির খোকন বলেন, যারা দলকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে সুবিধা নিয়েছেন বা নিচ্ছেন তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। নিজেরা যেন নিজেদের প্রতিপক্ষ না হয় সে দিকেও খেয়াল রাখতে হবে। পলাতক স্বৈরাচারের রেখে যাওয়া দোসররা যাতে কোনো ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।


নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় বিএনপির -মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলার সদস্য লে. কর্নেল (অব) জয়নাল আবেদীন, কেন্দ্রীয় বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ও জেলার সদস্য অ্যাডভোকেট ইকবাল হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলার সদস্য আবদুল কাদের ভূইয়া জুয়েল, কেন্দ্রীয় বিএনপির ও জেলার সদস্য ইকবাল হাসান শ্যামল, কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও জেলার সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেদ, এম এ জলিল, ফারুক উদ্দিন ভূইয়া, গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, সহ- সভাপতি ও সাবেক ভিপি খবিরুল ইসলাম বাবুল, আতাউল ইসলাম বাবুল,সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, কোষাধ্যক্ষ রাশেদুল হাসান রিন্টু প্রচার সম্পাদক ও সাবেক ভিপি ইলিয়াস আলী ভুইয়া প্রমুখ।


উল্লেখ্য, গত ৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ১৫১ সদস্য নরসিংদী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com