
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগরকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে পাংশা সাব-রেজিস্টার অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুব্রত কুমার দাস সাগর পাংশা পৌর শহরের নারানপুরের বাসিন্দা। সে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাড়াও বাংলাদেশ স্টাম্প ভেন্ডার সমিতির সভাপতি, পাংশা দলিল লেখক ও স্টাম্প ভেন্ডার সমিতির সাবেক সভাপতি এবং পাংশা আদী মহাশ্মশানের সভাপতি দায়িত্ব পালন করছেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুব্রত কুমার দাস সাগর একজন সংগঠক। তিনি গোপনে আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ করছিল। পুলিশের বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, সুব্রত কুমারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]