
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি প্রশ্ন তুলে বলেন, এ ঘটনায় শনাক্ত ব্যক্তি যখন ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে চা খান, তখন এর বিচার কে করবে?
রিজভীর এমন অভিযোগে সাদিক কায়েম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করেছেন, রিজভীর দাবিকৃত ছবিটি 'এআই জেনারেটেড' বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এবং এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বক্তব্য দেয়ায় তিনি রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওসমান হাদির ওপর হামলা এবং চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল ও পূর্ববর্তী প্রতিবাদ সভায় রিজভী এমন দাবি তুলেন।
সমাবেশে রিজভী বলেন, 'শরীফ ওসমান হাদী কখনো মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলেননি। অথচ ঘটনার এক-দেড় ঘণ্টার মধ্যেই ফেসবুকে পোস্ট দিয়ে মির্জা আব্বাসকে দায়ী করা হলো। এটা অনেকটা "ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি"র মতো অবস্থা। তদন্তের আগেই ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো ঘটনা।'
তিনি বলেন, 'মির্জা আব্বাস এই এলাকার বারবার নির্বাচিত এমপি ও মেয়র। ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার তার। তিনি তার সন্তানের বয়সী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বের হওয়া একটা ছেলেকে আঘাত করবেন? এটা বিশ্বাসযোগ্য নয়। মির্জা আব্বাস এমন মানুষ, যিনি তার অপছন্দের লোক অসুস্থ হলেও দেখতে যান।'
হামলাকারীর রাজনৈতিক পরিচয় ও ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে তার ছবি প্রসঙ্গে রিজভী বলেন, 'পুলিশ কমিশনার বলছেন, যাকে শনাক্ত করা হয়েছে সে জামায়াত-শিবিরের লোক। আবার দেখা যাচ্ছে, ওই হামলাকারী ছাত্রলীগেরও নেতা। সেই হামলাকারীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কাইয়ুমের সঙ্গে একই টেবিলে চা খেতে দেখা যাচ্ছে। এখন এর বিচার কে করবে?'
তিনি আরও বলেন, 'যাদের একাত্তরে ৩০ লক্ষ মানুষকে হত্যা ও ২ লক্ষ মা-বোনের ইজ্জত হরণের পরেও বিবেকে বাঁধেনি, অনুশোচনা জাগেনি—তারা যা ইচ্ছা তাই করতে পারে। চট করে অভিযোগটা বিএনপি নেতার ওপর চাপিয়ে দেওয়ার জন্য তারা এই চমৎকার ষড়যন্ত্র ও মাস্টারপ্ল্যান করেছে। কিন্তু এখন দিনের আলোতে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। জনগণ ও প্রশাসন তাদের চিনে ফেলেছে।'
রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন সাদিক
রুহুল কবির রিজভীর বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শনিবার (১৩ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে করা এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
সাদিক কায়েম তার পোস্টে লেখেন, 'আওয়ামী প্রোপাগাণ্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীর সঙ্গে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছেন, তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছ থেকে কোনোভাবে প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ নয়।'
সাদিক কায়েম বলেন, 'যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে জনতার কাছে যাচ্ছেন, তারা যখন যেকোনো সংকটে সত্য জানার চেষ্টা না করে আওয়ামী নির্ভর অপতথ্যকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করেন, তখন আগামীর দেশ বিনির্মাণে তাদের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়।'
তিনি বলেন, 'আমাকে নিয়ে আজকে বিএনপির সমাবেশে রুহুল কবির রিজভী প্রদত্ত বক্তব্যে ভুয়া ছবি নির্ভর যে মিথ্যা অভিযোগ (আমার সঙ্গে শ্যুটার একই টেবিলে চা খাচ্ছেন দাবিতে) তুলেছেন, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দল হিসেবে বিএনপি এবং ব্যক্তি রিজভী নিজেকে অপতথ্য ছড়ানোর অপরাধ থেকে দায়মুক্ত করার আহবান জানাচ্ছি।'
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]