মুসলমানের লেবাসধারীরা হাদির মৃত্যু কামনা করছে: মির্জা আব্বাস
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৭
মুসলমানের লেবাসধারীরা হাদির মৃত্যু কামনা করছে: মির্জা আব্বাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মুসলমানের লেবাসধারীরা ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যু কামনা করছে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।


শনিবার (১৩ ডিসেম্বর) নয়াপল্টনে হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।


হাদির ওপর হামলার ঘটনাকে ‘গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত’ আখ্যায়িত করে মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই আঘাতকে প্রতিহত করতে হবে। অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে।’


ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর ওপর হামলার ঘটনাকে ‘পরিকল্পিত’ বলে দাবি করে তিনি বলেন, ‘হাদির ওপর হামলার কয়েক ঘণ্টা আগে একটি বাড়ির ইট খোলার ঘোষণা দেয়া হয়েছিল। তারা চেয়েছিল হাদি মারা যাক।’


হাদিকে ‘নিজের সমতুল্য প্রার্থী’ উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘তার ওপর হামলায় আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। হাদির ওপর হামলার পর তাকে দেখতে হাসপাতালে গেলে আক্রমণাত্মক স্লোগান দেয়া হয়।’


হামলাকারীদের পরিচয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ‘হাসপাতালে যারা মব সৃষ্টি করেছিল, তারা হাদির সমর্থক নয়, তারা বিশেষ রাজনৈতিক দলের লোক। এই দলটি সবসময় ষড়যন্ত্র করে এসেছে।’


তিনি আরও বলেন, ‘আমার নির্দেশনা পেলে, তাদেরকে তুলাধোনা করত আমাদের ছেলেরা।’ এ সময় তিনি অভিযোগ করেন, ‘মুসলমানের লেবাসধারীরা হাদির মৃত্যু কামনা করছে।’


দেশের বর্তমান ক্রান্তিলগ্নে অনুসন্ধিৎসু সাংবাদিকতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মির্জা আব্বাস বলেন, ‘১৭ বছর আন্দোলনের পর আমরা কথা বলার স্বাধীনতা অর্জন করেছি। জাতির এই ক্রান্তিলগ্নে আমি অনুসন্ধিৎসু সাংবাদিকতা করার আহ্বান জানাই।’


বিক্ষোভ সমাবেশে বিএনপির অন্যান্য শীর্ষস্থানীয় নেতারাও বক্তব্য দেন এবং অবিলম্বে হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com