ক্ষমতার জন্য ফকির-মিসকিনের ছেলেরা নেতা হয়েছে : ফুয়াদ
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৯
ক্ষমতার জন্য ফকির-মিসকিনের ছেলেরা নেতা হয়েছে : ফুয়াদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ক্ষমতার জন্য ফকির, মিসকিন ও বস্তির ছেলেরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।


শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।


ব্যারিস্টার ফুয়াদ বলেন, একটা রাষ্ট্র অথবা একটা জাতিকে জাতির হয়ে ওঠার যে সংগ্রাম-লড়াই তার ভীত্তি হয়ে উঠে তার শক্র চেনার মধ্য দিয়ে। গত ৫৪ বছর সবচেয়ে ক্ষতিকর শক্রকে বন্ধু আকারে আমাদের পরিচয় করানো হয়েছে। গত ৫৪ বছরে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আত্মমর্যাদা বারবার বুলিন্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য ফকির, মিসকিন ও বস্তির ছেলেরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে।


তিনি আরও বলেন, তারা শক্র চিনে না, তারা জাতির লড়াই বুঝে না। তারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না। এ সব ব্যক্তিরা আজকে রাজনৈতিক দলের নেতা। এরা প্রত্যেক পাড়ায়, মহল্লায়, এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে। তারাই আগামী সংসদটাকে কীভাবে…গণঅভ্যুথ্থানের সঙ্গে বেঈমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লি কাছে বেঁচে দেবে। সেই চেষ্টাই চলছে।


ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমাদের বার্তা পরিষ্কার বাংলাদেশ ৫ আগস্টের অতীতে ফিরে যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। এ দেশের আগামীর লড়াইকে দিল্লির কাছে বেঁচে দিতে পারবে না।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com