
বরিশালের বাবুগঞ্জে স্থানীয় একদল জনতার তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একইসঙ্গে তাকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভও করে স্থানীয়রা।
রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে। এসময় ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করা হয় তাকে।
এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।
ভাইরাল এ ভিডিওতে দেখা যায়, ব্যারিস্টার ফুয়াদ সামনে এগিয়ে যাচ্ছেন আর পেছনে জনতা স্লোগান দিচ্ছে, ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে, ফুয়াদের চামড়া তুলে নেব আমরা’। আর অসহায়-করুণ মুখে ফুয়াদকে ধরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করছেন কয়েকজন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে উপদেষ্টারা চলে যান। এর কিছু সময় পর ব্যারিস্টার ফুয়াদ বলেন, স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল। সাথে সাথে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনার পরপরই স্থানীয় জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে।
স্থানীয় কালাম নামে একজন বলেন, ফুয়াদ একটি মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছিলেন। তাই এলাকাবাসী জোটবদ্ধ হয়ে তাকে প্রতিহত করেছে।
এ বিষয়ে জানতে ব্যারিস্টার ফুয়াদ এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
ফেসবুকে পোস্ট করে তাসনিম জারা লিখেছেন, ‘আজ বরিশালে ব্যারিস্টার ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে, তা ভীষণ উদ্বেগের।’
‘চামড়া তুলে নেব’ বা ‘জুতা মারো’ স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না উল্লেখ করে এনসিপির এ নেত্রী লিখেন, ফুয়াদ ভাইয়ের রাজনৈতিক আদর্শের সঙ্গে আমার বা আপনার মিল না থাকতে পারে। তার দলের নীতি নিয়ে আপনার হাজারটা প্রশ্ন বা আপত্তি থাকতে পারে। কিন্তু, একজন প্রার্থী যখন নিজের এলাকায় যান, তখন তাকে ঘিরে ‘চামড়া তুলে নেব’ বা ‘জুতা মারো’ স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না।
এমন আক্রমণ অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি আরও লিখেন, রাজনীতিতে বিরোধিতা থাকবে, তর্ক হবে, আপনারা চাইলে তাকে ভোট দেবেন, না চাইলে দেবেন না। কিন্তু কাউকে শারীরিকভাবে হেনস্তা করা বা এমন অশালীন ভাষায় আক্রমণ করা গ্রহণযোগ্য কোনো আচরণ নয়। রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]