
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন মানে কেবল সরকার গঠন বা ক্ষমতা পরিবর্তন নয়, এর অর্থ হলো গণতন্ত্রের পথে ফিরে যাওয়া। তিনি বলেন, শুধু নির্বাচন নয় গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বিধায় এই উদ্দেশ্য পূরণে সারাজীবন লড়াই করছে। দেশের মানুষও গণতন্ত্রের জন্য শত শত বছর লড়াই করেছে। তিনি জোর দিয়ে যোগ করেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে না চাইলে গণতন্ত্রের পথে ফিরতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে।
বিএনপি মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে মন্তব্য করে বলেন, যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় দেয়া হচ্ছে, অন্যদিকে মবক্রেসি বা ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। এটা কিসের আলামত জানি না। আমার মনে হয়, রায়ের গুরুত্ব কমাতে বিশেষ মহল কাজ করছে।
সংস্কার বিষয়ে তিনি বলেন, আজকে যদি কেউ এককভাবে সংস্কারের দাবি করেন, সেটি সংকীর্ণতা ছাড়া কিছুই না। এই সংস্কারের কথাই বিএনপি দীর্ঘ সময় ধরে বলে আসছে। তিনি বিএনপিসহ সকল গণতন্ত্রবাদীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা সংস্কারের জন্য কমিটেড। আমাদেরকে ভিন্নভাবে চিত্রিত করতে কেউ যদি চায়, সেটা আমরা মেনে নেব না।
দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিএনপির ওপর দায়িত্ব বর্তায় সবসময়ই। নির্বাচন এসেছে, এখন বিএনপির ওপর দায়িত্ব এসেছে গণতান্ত্রিক মোর্চা গড়ে তোলার।
অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা নথিবদ্ধ করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]