
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দুদিন পর ঐতিহাসিক সনদে স্বাক্ষর করেছে গণফোরাম।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সনদে স্বাক্ষর করেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী।
এর আগে গত শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকলেও গণফোরাম তখন স্বাক্ষর থেকে বিরত ছিল। দলটির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিলেও শেষ মুহূর্তে সই করেননি।
সই করার পর জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, ‘সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের সঙ্গে গণফোরাম থাকবে বলে আশা রাখি।’
তিনি আরও বলেন, ‘এটা কমিশনের দলিল নয়, সব দলের মত প্রতিফলিত হয়েছে। এতে করে বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।’
জুলাই সনদে স্বাক্ষর না করা বাকি দলগুলোকেও স্বাক্ষরের আহ্বান জানিয়েছেন কমিশন সহ-সভাপতি।
এ সময় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি জুলাই সনদে উল্লেখ থাকলে তা পূর্ণতা পেত। তবে সনদে স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হবে, এমন আশ্বাস পেয়ে স্বাক্ষর করেছে গণফোরাম।’
এদিকে, জুলাই সনদে স্বাক্ষর করায় কমিশন এবং গণফোরামকে মোবাইল ফোনে স্বাগত জানিয়েছেন ড. কামাল হোসেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]