‘ভোট দিলে স্বর্গে যাবেন’ বলে মানুষকে বোকা বানানো হচ্ছে: জাহিদ হোসেন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৪:৫৯
‘ভোট দিলে স্বর্গে যাবেন’ বলে মানুষকে বোকা বানানো হচ্ছে: জাহিদ হোসেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আজকে যারা বলছেন তাদেরকে ভোট দিলে স্বর্গে যাবেন এমন কথা বলে তারা মানুষকে বোকা বানাতে চায়।


শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলির ফকিরপাড়ায় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


ডা. জাহিদ হোসেন বলেন, ‘যার হিসাব তাকেই দিতে হবে, আর ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহপাক। এই পৃথিবীতে অন্য কারো সেই ক্ষমতা নেই।’


তিনি বলেন, ‘অনেকে অনেক কথা বলবে, অনেক লোভ দেখাবে। কিন্তু কোনো প্রলোভনে পা দেবেন না। যাকে মনে চায়, তাকে নির্ভয়ে ভোট দিন। কোনো ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করার প্রয়োজন নেই।’


এ সময় তিনি বিভিন্ন রোগে আক্রান্ত কয়েকজনের চিকিৎসাসেবা দেন এবং বিরল রোগে আক্রান্ত দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দেন।


পথসভায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


পরে তিনি হিলির মাঠপাড়া, হিলি বাজার ও সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com