
যতই সংস্কার করি, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার হবে না বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভার এসব কথা বলেন তিনি। শহীদ জেহাদ স্মৃতি পরিষদ এই স্মরণসভার আয়োজন করে।
বিএনপি মহাসচিব বলেন, যতই সংস্কার করি, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। বিএনপি সংবাদমাধ্যমের স্বাধীনতা এনে দিয়েছে। গণতন্ত্র আমরা এনেছি, সংস্কার আমরা করেছি, আমরাই করব।
তিনি বলেন, কিছু দল অমুক মার্কা না হলে হুমকি দিচ্ছে। বলছে, ধানের শীষও বাতিল করতে হবে। আমরা তো বলি নাই তোমাদের মার্কা দেওয়া হবে না। ধানের শীষ অপ্রতিরোধ্য।
আমলাতন্ত্র নিয়ে ফখরুল বলেন, ‘আমলাতন্ত্রকে কোনো একটি দলের পকেটে নেওয়া হচ্ছে। নির্বাচনে নিরপেক্ষ আমলা থাকতে হবে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]