
জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি মহান স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের জাতীয় বীর, বাংলাদেশের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের নেতা এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচারিক হত্যার ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে শান্তিপ্রিয় ও গণতান্ত্রিক—প্রগতিশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি জরুরি আহ্বান জানিয়েছে।
৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জাসদ।
জাসদের বিবৃতিতে বলা হয় যে, মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহায়ক এদেশীয় বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বেআইনীভাবে পুনর্গঠিত করে উল্টো মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বিচারিক হত্যার আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনকে অধিকতর প্রতিহিংসামূলক করতে যুদ্ধাপরাধীদের আইনজীবীকে এই আদালতের প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জাসদের এই বিবৃতিতে আরো বলা হয় যে, জয় বাংলা বাহিনীর উপপ্রধান, ১৯৭০ সালে বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম রূপায়নকারী, ১৯৭১ সালের ২৩ মার্চ পল্টন ময়দানে গান ফায়ারের সাথে জাতীয় পতাকার আনুষ্ঠানিক উত্তোলক এবং মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের ১০ হাজার মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ শিবিরের ক্যাম্প কমান্ডার ও অন্যতম প্রশিক্ষক জাতীয় বীর হাসানুল হক ইনুকে অবৈধ অসংবিধানিক অন্তবতীর্কালীন সরকার ষড়যন্ত্রমূলকভাবে বিচারিক হত্যার উদ্যোগ নিয়েছে। বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতকে হীন রাজনৈতিক উদ্দেশ্যে বেআইনীভাবে পূর্নগঠন করে এ বিচারিক হত্যার আয়োজন করছে।
উল্লেখ্য, প্রকাশ্য রাজনৈতিক আলোচনা, প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি, গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকার ও টেলিফোন কলকে তথাকথিত আলামত হিসেবে দাঁড় করিয়ে জাতীয় বীর হাসানুল হক ইনুকে একমাত্র অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে দাখিলকৃত ৮টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালত, বাংলাদেশ এর ট্রাইবুনাল—২ এ গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ আমলে নেয় এবং ২৯ সেপ্টেম্বর ২০২৫ তাঁকে আদালতে হাজির করে গ্রেফতার দেখিয়ে বিচারিক প্রক্রিয়া শুরু করেছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]