ক্ষমতায় গেলে নারীদের নাচ পুরুষদের হয়ত দেখার সুযোগ থাকবে না: জামায়াত নেতা
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৩
ক্ষমতায় গেলে নারীদের নাচ পুরুষদের হয়ত দেখার সুযোগ থাকবে না: জামায়াত নেতা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা নারীদের সামনে নাচতে পারবেন বলে মন্তব্য করেছেন সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এই বক্তব্য দেন। তার এই মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকে এর সমালোচনা করছেন।


টকশোতে কবির আহমদ বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচবে। নারীদের নাচ পুরুষদের হয়ত দেখার সুযোগ সেভাবে থাকবে না। নারীরা শালীনতার মাঝে নাচবে, কোনো সমস্যা নেই।’


জামায়াত নেতা বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে অবশ্যই শরিয়া আইন কায়েম করবে। তখন দেশের যে বিদ্যমান আইন আছে তার প্রয়োজন থাকবে না। ইসলামি রাষ্ট্রব্যবস্থা হলে দেশে যে বিদ্যমান আইন আছে সে বিদ্যমান আইন থেকে ইসলামি আইনে একজন নাগরিক অনেক বেশি অধিকার পাবে।’


উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘যেমন— ধরুন নারীদের ক্ষেত্রে নারীরা তারা নিজস্ব ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারবে। শরিয়া অনুমোদন করে যে নারী তার যেই পর্দা সেটা সে পালন করবে। পর্দা বাংলাদেশে ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠ হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সব নারীকে বোরকা পরতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই।’


ইসলামি শরিয়তের বিধান নারীদের জানানো হবে জানিয়ে তিনি বলেন, ‘তিনি তার ধর্ম, আত্মবিশ্বাস, আকিদা, ঈমান অনুযায়ী যদি ব্যক্তিগতভাবে ইচ্ছা পোষণ করেন বোরকা পরার তবে পরতে পারবেন। কিন্তু না পরলে তাকে শাস্তিও দেওয়া হবে না। তাকে জোর করে বোরকা পরিয়ে দেওয়া হবে না। অথবা অন্য ধর্মাবলম্বীদের জন্য তো বোরকার প্রয়োজন নেই। তাদের বাধ্য করা হবে না বোরকা পরা ছাড়া ঘর থেকে বের হতে পারবে না।’


কবির হোসেন বলেন, ‘একটি ভ্রান্ত ধারণা আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে। যেমন— আমি গাজী টিভিতে টকশোতে যাচ্ছিলাম। যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম পরবর্তীতে লিফটে উঠলাম আমরা তিনজন। ওই গাজী টিভিরই দুইজন সেখানকার তাদের কর্মকর্তা অথবা কী হবে একজন পুরুষ আরেকজন নারী। উনি বলেই ফেললেন যে, ভাইয়েরা তো আমাদেরকে দেখতে পারেন না, যেহেতু আমি নারী। আমি বললাম, আমার মেয়েও তো কাজ করে, আমার মেয়েও তো রোগী দেখে, প্রতিদিন কাজ করে, চেম্বার করে। সুতরাং আপনি কাজ করছেন, এটা অপরাধের কিছু নয়। ইসলাম এটা নিষেধ করে নাই। ইসলাম নারীদের ঘরের মধ্যে অথবা কোনো কোঠার মধ্যে রেখে বদ্ধ করে রাখবে। এটা ইসলাম না। ইসলাম সবচাইতে বেশি নারী স্বাধীনতা দিয়েছে।’


জামায়াতের এই নেতা বলেন, ‘নারীরা নারীদের মাঝে নাচবে কোনো সমস্যা নেই। নারীরা যারা নাচ শিখবে তারা সেখানে শিখবে। নারীরা নারীদের মাঝে যতটুকু সম্ভব সেটা শালীনতার মাধ্যমে করবে। নারীদের নাচ পুরুষদের হয়ত দেখার সুযোগ সেভাবে থাকবে না। তবে এই কথা এটা নয় যে আজকে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আগামীকাল ভোর থেকে কোনো নারী আর ঘর থেকে বের হতে পারবে না। এই যে একটি ধারণা এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com