এখন সময় বিএনপির: ফখরুল
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬
এখন সময় বিএনপির: ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সময় বিএনপির।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবকু পেজে পোস্ট করে এই কথা বলেন তিনি।


ফখরুল তার পোস্টে লিখেন, ‘বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস।’


শেখ হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না উল্লেখ করে তিনি আরও লিখেন, ‘এই দেশ কোনো টেস্ট টিউব বা ল্যাবরেটরি নয়। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব। স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত।’


দলের দেয়া কিছু প্রতিশ্রুতি তুলে ধরেছেন মির্জা ফখরুল। এগুলো হলো:


সংবিধান সংস্কার– ন্যায়বিচার ফিরিয়ে আনা, জনগণের মতামতকে সম্মান।
শুধু সুষ্ঠু নির্বাচন– প্রকৃত ফলাফল।
ক্ষমতা জনগণের হাতে।
দুই মেয়াদই যথেষ্ট– আজীবন ক্ষমতায় আঁকড়ে থাকার অবসান।
সংসদ সদস্যদের কণ্ঠস্বর ফিরিয়ে দিন– শুধু ভোট নয়, মতামতের অধিকার।
কাগুজে ব্যালটই সমাধান– নিরাপদ, সহজ ও সৎ নির্বাচন।
জনগণের জন্য কাজ করা প্রকৃত প্রশাসন।


উল্লেখ্য: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী রাজনৈতিক নেতা হিসেবে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির আরও পাঁচ নেতা সেখানে অবস্থান করছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com