
চার বছরের জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতির দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ জহির চন্দন, যিনি সিপিবির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আর নতুন সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল্লাহ ক্বাফী রতন। তিনিও এতদিন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেসে নবনির্বাচিত ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির প্রথম সভা আজ পুরানা পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় সভা শুরু হয়ে বেলা ১টায় সভা শেয় হয়।
সভায় নির্বাচিত সভাপতিমণ্ডলীর অন্য সদস্যরা হলেন- মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার, আমিনুল ফরিদ।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]