আন্দোলন দমাতে চাঁদা দাবি করা এনসিপির সেই নেতা বহিষ্কার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৮:৩৪
আন্দোলন দমাতে চাঁদা দাবি করা এনসিপির সেই নেতা বহিষ্কার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে চাঁদা দাবির অভিযোগে চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।


সোমবার (১১ আগস্ট) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। দিবাগত রাত ২টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই চিঠি পোস্ট করা হয়।


চিঠিতে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের নিকট ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করার নির্দেশ দেওয়া হয়।


চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে নিজাম উদ্দিনের পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আরেক ব্যক্তির সঙ্গে কথোপকথনের ভিডিওটিতে আন্দোলন বন্ধের জন্য টাকা চাইতে শোনা যায় তাকে। ভিডিও ছড়িয়ে পড়ার পর গতকাল সোমবার তাকে কারণ দর্শানোর চিঠি (শোকজ) দেয় দলটির চট্টগ্রাম নগর কমিটি।


ওই চিঠির বিষয়ে নিজাম উদ্দিন সোমবার গণমাধ্যমকে বলেন, আমি নোটিশটি পেয়েছি। আমি এটির ব্যাখ্যা দেবো। ইনশাআল্লাহ আমি এখানেও জয়ী হবো।


এনসিপির কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গণমাধ্যমে নিজামের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাংগঠনিক কার্যক্রম থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার কারণ ৪৮ ঘণ্টার মধ্যে দর্শাতে বলা হয়েছে।


এর আগে, গত ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজাম উদ্দিন। নিজাম তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন। অভিযোগের পর তাঁর পদও স্থগিত করা হয়। পরে তাকে পদ ফিরিয়ে দেওয়া হয়।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com