জাতীয়
ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করা হবে: আদিলুর রহমান
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:২০
ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করা হবে: আদিলুর রহমান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।


রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দফতরে নতুন দায়িত্ব পেয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


আদলিুর রহান বলেন, ‘দেশে ফ্যাসিবাদী শক্তির যারা অবশিষ্টাংশ আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই বিপ্লবের যারা যোদ্ধা, তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে।’


নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমি আমার নিজের সিকিউরিটির জায়গায় সবসময় জনগণের মধ্যে থাকাকে সিকিউরড মনে করি। কারণ আমি সেখান থেকে এসেছি আবার ফিরে যাব অল্প সময়ের মধ্যে।’


বড় কোনো কাজে হাত দেয়ার সুযোগ নেই জানিয়ে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। জনসম্পৃক্ত কাজে অগ্রাধিকার দেয়া হবে।’


এ সময় নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘শব্দদূষণ রোধে ৫৪ কোটি টাকার প্রকল্পে কিছুই করতে পারি নাই। ১১ কোটি টাকা এখনো রয়েছে, বাকি টাকার কী হয়েছে তা আমরা বলতেও পারি না।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com