পাকা তাল অতিরিক্ত খেলে যেসব স্বাস্থ্য ঝুঁকি বাড়ে
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৪
পাকা তাল অতিরিক্ত খেলে যেসব স্বাস্থ্য ঝুঁকি বাড়ে
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকা তাল শরীরে অনেক উপকার করে, তবে অতিরিক্ত বা অযথা খেলে কিছু ক্ষতির ঝুঁকিও আছে। নিচে পাকা তাল খাওয়ার ৫টি সতর্কতা দেয়া হলো –


দেখে নিন পাকা তাল খাওয়ার ৫ সতর্কতা


১. অতিরিক্ত খাওয়া মানা: পাকা তাল বেশ ভারী ও আঁশযুক্ত। বেশি খেলে হজমে সমস্যা, পেট ফাঁপা বা গ্যাস হতে পারে।


২. ডায়াবেটিস রোগীর সতর্কতা: পাকা তালে প্রাকৃতিক চিনি (ফ্রুক্টোজ ও গ্লুকোজ) থাকে। বেশি খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে।


৩. পেটের সমস্যা থাকলে এড়িয়ে চলা: যাদের গ্যাস্ট্রিক, আলসার বা সহজে অ্যাসিডিটি হয়, তাদের জন্য তাল অস্বস্তি বাড়াতে পারে।


৪. কাঁচা বা আধাপাকা তাল খাওয়া বিপজ্জনক: তাল পুরোপুরি না পাকলে এতে বিষাক্ত উপাদান থাকতে পারে, যা বমি, ডায়রিয়া বা পেট ব্যথা সৃষ্টি করতে পারে।


৫. অ্যালার্জির ঝুঁকি: অনেকের শরীরে তাল খাওয়ার পর চুলকানি, ফুসকুড়ি বা অ্যালার্জি হতে পারে। প্রথমবার খাওয়ার সময় পরিমাণে কম খান।


তাই তাল খেতে হলে পরিমাণে অল্প খান, ভালোভাবে পাকা ও পরিষ্কার করে খাওয়াই সবচেয়ে নিরাপদ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com