শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধ ঘোষণা
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৫:১২
শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধ ঘোষণা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।


সোমবার (১৩ অক্টোবর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকার আইডিএস গ্রুপের ফ্যাশন ফোরাম লিমিটেডের কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার মূল ফটকে নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ।


শিল্প পুলিশ জানায়, গতকাল বিভিন্ন দাবিতে কারখানাটি কয়েক হাজার শ্রমিক উৎপাদন বন্ধ রেখে হট্টগোল শুরু করেন। পরেএক পর্যায়ে কর্মকর্তাদের সাথে মারামারি হয় তাদের। পরে আজ মালিকপক্ষ কারখানাটি ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেন।


পরে সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে এসে বন্ধের নোটিশ দেখে কারখানায় প্রবেশ করতে না পেরে যার যার বাসায় ফিরে যান। এদিকে যে-কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


অপরদিকে সাভারে একটি তৈরি পোশাক কারখানার ছাঁটাইকৃত ও রিজাইনকৃত শ্রমিকদের বাৎসরিক ছুটি ও সার্ভিস বেনিফিটের টাকাপরিশোধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও মিছিল করেছে শ্রমিকরা। সকালে সাভারের উলাইল এলাকায় অবস্থিত এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড ও ফ্যাশন নীট গারমেন্টসে লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময় দুটি কারখানার রিজাইনকৃত শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।


মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে শ্রমিকরা বলেন, কারখানা দুটির রিজাইনকৃত শ্রমিকদের বাৎসরিক ছুটি ও সার্ভিস বেনিফিটের টাকা দ্রুত পরিশোধ করতে হবে তা না হলে তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com