এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:১৮
এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।


শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


এ সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনা উল্লেখ করে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হলে ডিএমপি কমিশনার বলেন, 'প্রার্থীদের নিরাপত্তায় আমরা ব্যবস্থা নিচ্ছি।'


ওসমান হাদির ওপর হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে শেখ মো. সাজ্জাদ আলী বলেন, 'আমরা প্রাইম টার্গেটকে (মূল সন্দেহভাজন) খুঁজছি। ঘটনাটির পর এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। আশা করছি, আমরা এটা শনাক্ত করতে পারব।'


হামলার ঘটনার সঙ্গে কতজন জড়িত বা কোনো চক্র আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখনই সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। পুলিশ মূল অভিযুক্তকে খুঁজছে।'


শনাক্ত হওয়া সন্দেহভাজনের নাম জানতে চাইলে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশে অপারগতা জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, 'নাম এখনই বলা যাচ্ছে না। আমরা তাকে খুঁজছি। এ বিষয়ে জনগণের সহযোগিতাও চেয়েছি। আশা করছি দ্রুতই আমরা অপরাধীদের শনাক্ত করে ফেলব।'


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com