
গাইবান্ধার ৭টি থানাসহ জেলার সকল পুলিশি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
১২ আগস্ট, সোমবার দুপুরে গাইবান্ধা সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কথা জানান,পুলিশ সুপার মো. কামাল হোসেন।
তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতির কারণে গত কয়েক দিন থেকে জেলায় পুলিশি কার্যক্রম স্থগিত হয়ে পড়েছিল। তবে এর মধ্যে কিছু কিছু কার্যক্রম চালিয়েছেন তারা। তবে সোমবার থেকে পুরোদমে জেলার সকল পুলিশি কার্যক্রম শুরু করা হলো।
গাইবান্ধা সদর থানার কার্যক্রম শুরু হওয়ার প্রথম দিনে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্ররা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়। এসময় শিক্ষার্থীরা পুলিশের মনোবল বাড়াতে ও সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি হয়। গত ৫ আগস্ট, সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশত্যাগের পর সারাদেশে পুলিশি কার্যক্রম বন্ধ ছিল।
বিবার্তা/খালেক/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]