
ঠাকুরগাঁওয়ে ধানক্ষেতে নিড়ানি দেয়ার সময় বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। ১১ আগস্ট, রবিবার দুপুরে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন-উশধারী গ্রামের সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫) ও তার মেয়ে সাথী আক্তার (১৪)।
জানা গেছে, ওই এলাকার সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম তার মেয়ে সাথী আক্তার দুজনে সকালে ধানক্ষেতে নিড়ানি দিতে মাঠে যাই। দুপুরে হঠাৎ বজ্রপাতসহ ঝড়-বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে তার স্ত্রী ও মেয়ে আহত হন। কিছুক্ষণ পর তারা দুজনেই মারা যায়। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান আহমেদ হোসেন বিপ্লব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। একসাথে বজ্রপাতে মা মেয়ের মৃত্যু খুবই দুঃখজনক। ময়নাতদন্ত ছাড়াই মা-মেয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/মিলন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]