শিরোনাম
সাভারে ৪ অপহরণকারী আটক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৬, ১১:১২
সাভারে ৪ অপহরণকারী আটক
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধামরাইয়ে এক গার্মেন্টস কর্মকর্তাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করার সময় চার অপহরণকারীকে আটক করেছে পুলিশ। সোমবার গভীররাতে ধামরাইর ঢুলিভিটা এলাকায় এ ঘটনা ঘটে।


আটক চার অপহরণকারী হলেন ময়মনসিংহ জেলার ভৈলর চরপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাশেদ কবির (২৮), সাভারের জালেশ্বর এলাকার জুমাত আলীর ছেলে কয়েদ আলী (৪৯), সাভারের উত্তর চাপাইন লালটেক এলাকার আবু হানিফের ছেলে মামুন (২৪) ও একই এলাকার জালাল উদ্দিনের ছেলে সিরাজ উদ্দিন (২৫)।


পুলিশ জানায়, রাতে ধামরাইয়ের ঢুলিভিটায় অবস্থিত স্নোটেক্স গার্মেন্টের জুনিয়র এক্সিকিউটিভ (স্টোর সেক্টর) আসাদুজ্জামান অফিস ছুটি হওয়ার পর পায়ে হেঁটে কচমচ বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হয়। এ সময় একটি প্রাইভেট থেকে চারজন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে গাড়ি তুলে নেয়। গাড়িতে উঠিয়ে বলতে থাকে ‘তুই সন্ত্রাসী।’ এ অবস্থায় তাকে বাড়িতে ফোন দিয়ে টাকা আনতে বলেন অপহরণকারীরা।


এ সময় তার কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেয় তারা। গাড়িটি নান্নার এলাকায় গেলে সেখানে গার্মেন্টস কর্মকর্তা আসাদুজ্জামান প্রস্রাবের কথা বলে থেকে নেমে দৌঁড় দিয়ে গিয়ে স্থানীয়দের কাছে ঘটনাটি খুলে বলেন। পরে ওই গাড়িটি (ঢাকা মেট্রো -গ-১২-৮১০৩) ধাওয়া দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সূতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় চারজনকে আটক করে জনতা। চার অপহরণকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।


ধামরাই থানার উপপরিদর্শক দীপক চন্দ্র সাহা বলেন, আটক চার অপহরণকারীর বিরুদ্ধে মামলা করে দুপুরে আদালতে পাঠানো হবে।


এদিকে মঙ্গলবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।


বিবার্তা/শরিফুল/জেমি/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com