মানিকগঞ্জের ঘিওর উপজেলার বনিয়াজুড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জল মিয়া (২৬) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে মানিকগঞ্জ সদর হাসপাতালে তিনি মারা যান। উজ্জল ওই এলাকার মো. মোহন মিয়ার ছেলে। তিনি রাজারবাগ পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশের পুকুরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায় উজ্জল। তাৎক্ষণিক তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘিওর থানার ওসি মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ছুটিতে গ্রামের বাড়িতে আসেন উজ্জল মিয়া। ছুটি শেষে পহেলা জানুয়ারি চাকরিতে যোগ দেয়ার কথা ছিল।
বিবার্তা/রাহাত/নাজিম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]