শিরোনাম
সাভারে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৬, ১২:২৭
সাভারে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে মোহনা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকান থেকে দেড়শ’ ভরি স্বর্ণলঙ্কার ও নগদ এক লক্ষ টাকা লুট করেছে ডাকাতরা। শনিবার ভোর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের চৌরুঙ্গী মার্কেটে এঘটনা ঘটে।


স্বর্ণের দোকানের ম্যানেজার চিত্তরঞ্জন সরকার জানান, শনিবার ভোর রাতে পাশের বাঁধন সুজ নামের একটি জুতার দোকানের তালা ভেঙ্গে দালান কেটে ডাকাতরা স্বর্ণের দোকানের ভিতরে ঢুকে। পরে দোকানে মজুদ রাখা দেড়শ’ ভরি স্বর্ণলঙ্কার ও ড্রয়ারে রাখা এক লাখ টাকা লুটপাট করে ডাকাতরা।


সকালে দোকান খুললে ডাকাতি হওয়ার বিষয়টি দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


জানা যায়, বহুতল ওই মার্কেটটিতে রাতে নিরাপত্তায় ছয় জন দায়িত্ব পালন করে। তবে নিরাপত্তাকর্র্মীদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে স্বর্ণের দোকানে ডাকাতি হল এ নিয়ে স্থানীয়দের মাঝে এক ধরণের সন্দেহ দেখা দিয়েছে। এঘটনায় মার্কেটের ব্যবসায়িদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।


এদিকে বাঁধন সুজ নামের ওই দোকানের মালিক বাবু কোনো প্রকার কথা বলতে রাজি হননি। স্থানীয়দের দাবি, ওই বাঁধন সুজের মালিক বাবু ডাকাতির সাথে জড়িত থাকতে পারে।


এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিবার্তা/শরীফুল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com