শিরোনাম
যশোরে পিস্তলসহ সন্ত্রাসী আটক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৬, ২১:০৬
যশোরে পিস্তলসহ সন্ত্রাসী আটক
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের সিআইডি পুলিশ বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিনসহ ইমরান হাসান (২১) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে। সে সদর উপজেলার হাশিমপুর মধ্যপাড়ার ওয়াদুদ শেখের ছেলে।


এ সময় তার সহযোগী জুয়েল পালিয়ে যায়। সে একই এলাকার আমজাদ কসাইয়ের ছেলে।


সিআইডি পুলিশের যশোর জোনের ইন্সপেক্ট হারুন অর রশিদ জানিয়েছেন, শনিবার বিকেলে ইছালী বাওড় পাড়ে ঘোড়দৌড়ের আয়োজন করে স্থানীয়রা। গোপন সূত্রে সংবাদ আসে- সেখানে ইমরান এবং জুয়েল অস্ত্র-গুলি নিয়ে অবস্থান করছে।


বিকেল ৫টার দিকে সেখানে হাজির হলে জুয়েল পালিয়ে গেলেও ইমরানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল (৬ দশমিক ৬৫ এম), এক রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।


হারুন অর রশিদ আরো জানিয়েছেন, তারা দুইজনই সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com