শিরোনাম
আততায়ীরা হেলমেট পরে এসেছিলো
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৬, ২০:১০
আততায়ীরা হেলমেট পরে এসেছিলো
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত গাইবান্ধার এমপি লিটন মারা গেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান বিমল চন্দ্র রায়।


এমপি লিটনের স্ত্রী খুরশিদা জাহান স্মৃতি জানান, বিকেলে নিজ বাসভবনে (গাইবান্ধায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার) নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছিলেন লিটন। এসময় ৩ যুবক মোটরসাইকেল নিয়ে বাড়ির সামনে এসে থামে। একজন মোটরসাইকেল স্টার্ট দিয়ে বসে থাকে। অপর দুইজনের মধ্যে একজন লিটনকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। এসময় লিটনের বুকের দুইদিকে দুইটি ও একটি পায়ের উরুতে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ৩ যুবকই হেলমেট পরা ছিল।


বিবার্তা/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com