গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তপন বিশ্বাস (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো দুজন।
শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তপন বিশ্বাস বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাহমুদুল হক জানান, থার্টি ফাস্ট নাইটে পিকনিকের বাজার করার জন্য তপন তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে গোপালগঞ্জ আসছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে টুঙ্গিপাড়াগামী একটি পিকআপের (ঢাকা-মেট্রো-ন-১৮-৯৯৮৪) সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তপন ও তার দুই বন্ধু রহমত ও হাসিবুর মারাত্মক আহত হন। আহতদের তাৎক্ষণিক গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তপনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবার্তা/রাহাত/নাজিম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]