শিরোনাম
শ্রীপুরে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৮:১৪
শ্রীপুরে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের শ্রীপুরে ৩২০ জন প্রতিবন্ধী শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ হিউম্যান অ্যান্ড চিলড্রেন রাইটস ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে শনিবার দুপুরে উপজেলা ভবনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।


সংগঠনের চেয়ারম্যান ও বরমী বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি অধ্যাপিকা রুমানা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. রহমত আলী (এমপি)।


এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, শ্রীপুর উপজেলা নির্বাহী আফিসার আব্দুল আউয়াল, শ্রীপুর উপজেলার সহকারী কমিশানর (ভূমি) মো. মাসুম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, শ্রীপুর পাইটল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, শ্রীপুর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান, এস.এম জাহাঙ্গীর আলম সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।


অতিথিরা প্রতিবন্ধী শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করেন।


বিবার্তা/তুহিন/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com