মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে জুয়েল মৃধা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ইছাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চাঁন মিয়া সরদার, সবুজ সরদার, রিয়াদ সরদার, আবুল তালেব ও মাফিয়া পারভীনকে আটক করেছে পুলিশ।
কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা জানান, আধিপত্য নিয়ে এনায়েতনগরের রশিদ খাঁর ছেলেদের সাথে একই এলাকার জুয়েলের বিরোধ চলছিলো। এরই জের ধরে স্থানীয় বাজারে জুয়েল আসলে বোমা ফাটিয়ে তাকে ধাওয়া করে রশিদ খাঁর ছেলেরা। পরে পাশের একটি বাগানে নিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসাপাতলের মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/রাহাত/নাজিম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]