শিরোনাম
সাভারে কর্ণপাড়া খাল রক্ষার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৬, ১২:৪৬
সাভারে কর্ণপাড়া খাল রক্ষার দাবিতে মানববন্ধন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে কর্ণপাড়া খাল রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নদী বাচাঁও আন্দোলন। শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ব্রীজে এ মানববন্ধন করা হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, কর্ণপাড়া খাল দখল করে তার মাঝে বাড়ি করেছেন সাগর নামের এক ব্যক্তি। তার দেখাদেখি স্থানীয় কয়েকজন ওই খালের বিভিন্ন অংশ দখল করে দোকানপাট গড়ে তুলেছেন। এছাড়া খালটিতে বিভিন্ন কলকারখানার বর্জ্য পড়ে পানি দুষিত হচ্ছে।


এসময় তারা উপজেলা প্রশাসনকে কর্ণপাড়া খাল ও বিভিন্ন নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার আহবান জানান।


বিবার্তা/শরিফুল/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com