নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ দোকানের পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
শনিবার দুপুরে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কগুলোতে এ অভিযান চালানো হয়। এসময় সদর থানা পুলিশ ও র্যাব-১১ এর সদস্যরা উপস্থিত ছিলো।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার (সহকারী কমিশনার ভূমি) জানান, অবৈধ দোকান ও স্থাপনার কারণে সৃষ্টি হয় যানজটের। এ ছাড়া রাস্তায় কোনো কারণ ছাড়া অবৈধভাবে পার্কিং করা গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে। শহরের যানজট নিয়ন্ত্রণে রাখতে ও ফুটপাতকে চলাচলের উপযোগী করতে এ অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/রাহাত/নাজিম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]