শিরোনাম
জাবিতে সাংবাদিক লাঞ্ছনার বিচারের দাবিতে অবরোধ
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ০৯:৫৬
জাবিতে সাংবাদিক লাঞ্ছনার বিচারের দাবিতে অবরোধ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে এক সাংবাদিক লাঞ্ছিত ও মারধর হওয়ার ঘটনায় বিচারের দাবিতে উপাচার্যের প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা।


সোমবার সকাল সাতটা থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে তারা। অবরোধের কারণে সব প্রকার প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। অফিসে ঢুকতে না পেরে কর্মকর্তা, কর্মচারী বাইরে রয়েছেন।


বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা জানান, গত ৮ জুন রাতে সংবাদ সংগ্রহ ও এক তরুণীকে অপহরণকারীর হাত থেকে বাঁচাতে গিয়ে শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটুর নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন বিডিনিউ ২৪ এর জাবি প্রতিনিধি ও ছাত্র ইউনিয়ন জাবি সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।


এ ঘটনায় পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ২০ আগস্ট তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। অথচ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর দুই মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও দোষীদের বিচারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।


প্রশাসনের এই উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে অতিদ্রুত দোষীদের বিচার দাবিতে আজ সোমবার উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে সাংবাদিকরা। বিচার না হওয়া পর্যন্ত অবরোধ থাকবে বলে জানিয়েছে সাংবাদিকরা।


বিবার্তা/শরিফুল/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com