শিরোনাম
ঢাবিতে শোক দিবস পালন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১৯:৪৫
ঢাবিতে শোক দিবস পালন
ঢাবি প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোক দিবস পালিত হয়েছে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর টিভি কক্ষের ছাদ ধসে ৪০ জন নিহত হওয়ার দুর্ঘটনাকে স্মরণ করে বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর এই শোক দিবস পালন করা হয়।


পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকালে কালোব্যাজ ধারণ করে বিভিন্ন হল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হয়। সেখান থেকে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শোক র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ‘অক্টোবর স্মৃতিস্তম্ভ’ এর সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে নিহতদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।


এর আগে সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও আবাসিক হলে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তালন করা হয়।


নিহতদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।


সকাল ৮টায় শোক দিবস উপলক্ষে ঢাবির জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি টেলিভিশন কক্ষে আলোচনা সভা হয়।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার ও জগন্নাথ হল শোক দিবস পালন কমিটির আহ্বায়ক সন্তোষ কুমার দেব।


উপাচার্য বলেন, ১৫ অক্টবরের সেই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের ব্যথিত ও শোকাভিভূত করে। এই সব ঘটনা আর যাতে না ঘটে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।


তিনি আরো বলেন, উপাচার্য বাসভবন ও কার্জন হল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আগে নির্মাণ করা হয়েছে। তাই এই ভবনগুলো ঝুঁকিতে রয়েছে, এগুলো দ্রুত সংস্কার করা উচিত।


উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের যে ভবনগুলোর সংস্কার কাজ চলছে, সেগুলোর কাজ ভালো হচ্ছে কি না এসবে খোঁজখবর নেয়ার জন্য ছাত্র শিক্ষকদের সজাগ থাকতে হবে। সংস্কার কাজ যাতে ভালো হয় এটা তদারকির দায়িত্ব আমাদের সবার।


বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com