
রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিংমল থেকে প্রায় ১৫৯ ভরি স্বর্ণ চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চুরি যাওয়া ৫০ ভরি ৮ আনা গলিত স্বর্ণ উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।
রবিবার (১২ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ঢাকার ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এসব তথ্য জানান ।
সিসিটিভির ফুটেজে দেখা গেছে, গত ৩ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স থেকে গায়ে জড়ানো চাদর দিয়ে আড়াল করে মাত্র ২০ সেকেন্ডেই তালা কেটে ভেতরে প্রবেশ করেন ৫ জন। মাত্র ৮ মিনিটের মধ্যে প্রায় ১৫৯ ভরি স্বর্ণ লোপাট করে উধাও হয়ে যায় চোরের চক্র।
ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজের সহায়তায় শনাক্ত করে শনিবার (১১ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে লুট হওয়া কিছু স্বর্ণালঙ্কার।
তিনি আরও জানান, গ্রেফতার আসামিরা আগে থেকেই এমন চুরির সঙ্গে জড়িত বলে তথ্য পেয়েছে গোয়েন্দা দল।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে খুন-ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিবির এ কর্মকর্তা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]