
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ ১ মাদক কারবরিকে আটক হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় কুষ্টিয়ার সীমান্ত সংলগ্ন ডাক্তারপাড়া
এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ মো. আশরাফুল মৃধাকে (৪৬) আটক করা হয়। সে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের বাসিন্দা।
পরবর্তীতে মামলা দায়ের করে মাদকসহ আটক আসামিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে মাদকদ্রব্যসহ আসামি আটক, মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]