তেলের টাকা না দিয়ে পেট্রোল পাম্প কর্মী গাড়িচাপা দিয়ে হত্যা, আসামিদের স্বীকারোক্তি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৩:০৭
তেলের টাকা না দিয়ে পেট্রোল পাম্প কর্মী গাড়িচাপা দিয়ে হত্যা, আসামিদের স্বীকারোক্তি
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালাতে গিয়েই গাড়িচাপায় পেট্রোল পাম্পের কর্মী রিপন সাহা (২৮) মারা যাওয়ার কথা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা।জবানবন্দি গ্রহণ শেষে আদালত প্রধান আসামিসহ দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।


শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. মহসিন হাসান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় গাড়িচালক কামাল হোসেনের স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন।পরে প্রধান আসামি রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও কামাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।


এর আগে শুক্রবার সন্ধ্যায় নিহতের ছোট ভাই লিটন সাহা বাদী হয়ে রাজবাড়ী থানায় হত্যা ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। নিহত রিপন সাহার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত করিম ফিলিং স্টেশনে একটি জীপ গাড়িতে করে আসেন আবুল হাশেম সুজন ও তার চালক কামাল হোসেন। তারা পাঁচ হাজার টাকার অকটেন নেয়ার পর টাকা পরিশোধ না করে পালানোর চেষ্টা করেন। এ সময় পেট্রল পাম্পের কর্মচারী রিপন সাহা বাধা দিলে তার ওপর দিয়েই গাড়ি চালিয়ে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই রিপন সাহার মৃত্যু হয়।


ঘটনার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। আবুল হাশেম সুজন পেশায় একজন ঠিকাদার। তিনি ২০১৯ সালে রাজবাড়ী জেলা যুবদলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। শনিবার কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুজন বর্তমানে যুবদলের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।


পুলিশ সূত্র জানায়, আবুল হাশেম সুজনের বিরুদ্ধে এর আগেও অস্ত্রসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা চলমান।


রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, আদালতে চালকের স্বীকারোক্তির পর দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com