রাজধানীতে সড়কে প্রাণ গেলো ২ জনের
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:২৮
রাজধানীতে সড়কে প্রাণ গেলো ২ জনের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরায় আলাদ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।


শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে দুর্ঘটনা দুটি ঘটে।


যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) এমরান হোসাইন জানান, রাত ১১টার দিকে যাত্রাবাড়ী দনিয়া কলেজের সামনের রাস্তায় একটি ট্রাক আনুমানিক ১৩ বছর বয়সী এক শিশুকে চাপা দিয়ে চলে যায়। পরবর্তী খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তিনি আরও জানান, নিহত ওই শিশুটির নাম পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, সে পথশিশু। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


এদিকে, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ব্রিজের ওপর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪০ বছর বয়সি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।


ওই এলাকার এক পথচারী রবিউল ইসলাম জানান, শনিবার রাত ১০টার দিকে ব্রিজের ওপর একটি দ্রুতগতির লেগুনা সিএনজিচালিতে অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে ওই অটোরিকশাটি গিয়ে একটি ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com