
বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য নতুন একটি ডিপার্টমেন্ট খোলা হবে বলে জানিয়েছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির উদ্যোগে আয়োজিত জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তারেক রহমান।
এসময় তারেক রহমান বরেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের পাশে থেকে সমাধান করবো। যারা এখনও বিভিন্ন কষ্টে জর্জরিত তাদের সমস্যাগুলো আমরা দেখব। ৭১ সালে মুক্তিযোদ্ধারা যেভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছিল একইভাবে ২৪ এর জুলাই যোদ্ধারাও লড়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো জুলাই যোদ্ধাদের জন্য আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করবো। নতুন এই ডিপার্টমেন্টের দায়িত্ব হবে জুলাই যোদ্ধাদের দেখাশোনা করা।
এর আগে, সভায় জুলাই আন্দোলনে শহীদ আনাসের মা আবেগঘন কণ্ঠে বলেন, ‘আপনি (তারেক রহমান) আগামী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় এলে সব শহীদ হত্যার বিচার করবেন, এটাই আমাদের বিশ্বাস। অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। আজও আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আপনারা ন্যায়বিচার নিশ্চিত করবেন এবং বর্তমান সরকারের মতো বেইমানি করবেন না।’
শহীদ জাহিদের মা ফাতেমাতুজ জোহারা কান্নাজড়িত কণ্ঠে তার সন্তানের স্মৃতিচারণ করে বলেন, ‘আমার জিসানকে যদি না পাই, এই দুনিয়াতে আমার আর কেউ নেই। আমার বড় ছেলে আমাকে আদর করে ‘আম্মু মা’ বলে ডাকত। আজ ১৭ মাস হয়ে গেছে, কেউ আর আমাকে সেই নামে ডাকে না। আমার বড় ছেলে মারা যাওয়ার এক সপ্তাহ আগে সে বলেছিল, জিসান চলে গেলেও আমি তোমাকে ছেড়ে যাব না। কিন্তু আজ সে-ও আমাকে ছেড়ে চলে গেছে। আমি কী নিয়ে বাঁচব?’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]