
দিনাজপুরের হাকিমপুর হিলিতে শীতার্ত অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে সীমান্ত ব্যাংক পিএলসির আয়োজনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে খুশি হয়েছেন এলাকার দুস্থ ও অসায় মানুষ।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবির) অধিনায়ক লে.কর্ণেল লতিফুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন।
এছাড়াও জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সহকারি পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন, সীমান্ত ব্যাংক হিলি শাখার ম্যানেজার আদনান জাকারিয়াসহ আরো অনেকে।
বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীত বস্ত্র কম্বল নিতে আসা সাইমা বেগম বলেন, আমাদের এলাকায় একটু শীত বেশি। খবর পেয়ে আজ এখানে কম্বল নিতে আসছি। এতে আমি খুবই খুশি। দোয়া করি আল্লাহ যেন বিজিবির ভালো করেন।
দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন, আপনাদের সীমান্ত এলাকা হিলিতেই 'সীমান্ত ব্যাংক' আছে। এখানে আপনারা ডিপিএস সহ বিভিন্ন লেনদেন করতে পারেন। কারণ এই ব্যাংকটি আমাদের বিজিবি দ্বারা পরিচালিত হয়ে থাকে। তাই আপনারা সীমান্ত ব্যাংক এর প্রতি বিশ্বাস ও আস্থা রাখতে পারেন বলে জানান তিনি। এসময় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]