
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন বাহিনীর বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার সময় সব মিলিয়ে ৮৩ সেনাসদস্য নিহত হয়েছেন। এরই মধ্যে দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন উদ্ধারকারী দল।
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ শুক্রবার জানান, ৩ জানুয়ারির ওই অভিযানে নিহতদের মধ্যে ৪৭ জন ভেনেজুয়েলান (৯ নারীসহ) এবং ৩২ কিউবান সেনাসদস্য রয়েছেন। কিউবান সেনাদের মধ্যে কয়েকজন মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তা দলে নিয়োজিত ছিলেন। অভিযানে ১১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন। মার্কিন বাহিনী হেলিকপ্টার নিয়ে মাদুরোর বাসভবনে নেমে তাঁকে ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায়।
এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্ধারকারী দল ‘গ্রে বুল’ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে উত্তাল সাগরপথে নিরাপদে সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায়। প্রায় এক বছর আত্মগোপনে থাকার পর নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য তিনি গত মাসে গোপনে ভেনেজুয়েলা ত্যাগ করেন।
গ্রে বুলের প্রতিষ্ঠাতা ব্রায়ান স্টার্ন জানান, ভেনেজুয়েলা উপকূল থেকে একটি নৌকায় করে আসা মাচাদোকে মাঝসমুদ্রে তাদের বিশেষ নৌযানে তুলে নেওয়া হয়। ভিডিওতে মাচাদোকে বলতে শোনা যায়, তিনি এখন নিরাপদ ও জীবিত আছেন।
অন্যদিকে, ভেনেজুয়েলায় কিউবান সেনা হত্যার প্রতিবাদে হাভানায় মার্কিন দূতাবাসের সামনে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল এই অভিযানকে ‘বর্বরতা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার তেলের রিজার্ভ এখন যুক্তরাষ্ট্রের এবং কিউবাকে দ্রুত তাঁর সঙ্গে চুক্তিতে আসতে হবে।
বর্তমানে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটিতে সাত দিনের শোক ঘোষণা করেছেন। তিনি সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে দেখা করেছেন। র্যাটক্লিফ জানিয়েছেন, ভেনেজুয়েলায় মার্কিন শত্রুদের উপস্থিতি আর সহ্য করা হবে না। খবর রয়টার্স ও আলজাজিরার।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]