
নাটোর -৩ আসনে ১০ দলীয় জোটের এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি এবং মহাসড়ক অবরোধ করে জুলাই যোদ্ধা ও সিংড়ার সচেতন নাগরিক সমাজ।
এনসিপির জেলা সমন্বয়ক জার্জিস কাদির বাবুকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে রবিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, গোলাম রাব্বানি, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, বায়োজিদ হোসেন, আল আমিন প্রমুখ।
এর আগে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তারা এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবি জানান।
অপর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপির উপজেলা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে তাদের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]