
পঞ্চগড় পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ে চার সদস্য বিশিষ্ট নতুন এডহক কমিটি নির্বাচিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু হেনা মোস্তফা কামাল এই কমিটি অনুমোদন দেন।
এডহক কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইউনাইটেড স্কুলের প্রতিষ্ঠাতা রাজিউর রহমান। সদস্য সচিব পদে নির্বাচিত হন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান। এছাড়াও শিক্ষক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোছা. সালমা বেগম ও অবিভাক সদস্য হিসেবে নির্বাচিত হন রাজনগড় এলাকার বাসিন্দা মো. আবতাবুল আলম।
বুধবার (১২ ফ্রেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ে অফিস কক্ষে নবনির্বাচিত সভাপতিসহ কমিটির অন্যান্য সদস্যদের বরণ করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। এসময় নবনির্বাচিত সভাপতি ছাত্র-ছাত্রীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, সামনে এসএসসি পরীক্ষা আসছে। পড়ালেখায় মনোযোগী হয়ে বাবা-মায়ের সুনামের পাশাপাশি বিদ্যালয়ের সুনাম ফিরিয়ে আনার জন্য জোর আহবান করেন তিনি। বিদ্যালয়ের শিক্ষকদেরকেও পাঠদানে মনোনিবেশের অনুরোধ করেন তিনি।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]