ত্রিশালে বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৫
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩
ত্রিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।


১৫ ডিসেম্বর, শুক্রবার বিকেলে ও সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।


এর আগে দুপুরে ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কবি নজরুল অডিটোরিয়ামের পাশে মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- উপজেলার হরিরামপুর ইউনিয়নের ইমতিয়াজ আলীর ছেলে মোফাজ্জল হোসেন (২৮), একই এলাকার নাছির উদ্দিনের ছেলে অটোরিকশার চালক হাবিবুর রহমান (৩৫), একই এলাকার নাইম মিয়ার স্ত্রী পপি আক্তার (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাস ত্রিশাল কবি নজরুল অডিটোরিয়ামের পাশে মাছের আড়তের সামনে ত্রিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোচালকসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ও সন্ধ্যায় ওই তিনজন মারা যান। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com