শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৮:২০
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


১৫ ডিসেম্বর, শুক্রবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।


এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, খ,আ,ম রশিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ গবেষক ও সাংবাদিক কবি জয়দুল হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন বিপু, সাবেক সহসভাপতি সৈয়দ মো. আকরাম, মফিজুর রহমান লিমন, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুন নূর, সাংবাদিক জহির রায়হান, শফিকুল ইসলাম প্রমুখ।


অনুষ্ঠান পরিচালনা করেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি নিয়াজ মো. খান বিটু।


সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধসহ দেশের নানা ক্রান্তিলগ্নে সাংবাদিকদের অনবদ্য সাহসী ভূমিকা ছিল। এরই আলোকে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাসহ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকেরা নিরন্তরভাবে কাজ করে যাবে।


এছাড়াও বক্তারা, মুক্তিযুদ্ধে সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।


এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com