লবণের ট্রাক থেকে ১৮ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ আটক ২
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৭:০৮
লবণের ট্রাক থেকে ১৮ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ আটক ২
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজার-টেকনাফ সড়কে একটি লবণ বোঝাই ট্রাক থেকে ১৮ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। এসময় ট্রাকটির চালকসহ ২ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটিও।


শুক্রবার ভোরে কক্সবাজার টেকনাফ সড়কের রামু মরিচ্যা যৌথ চেকপোষ্টে এ তল্লাশি চালানো হয়।


আটক চালক মো. কেফায়েত উল্লাহ (৩৮) টেকনাফের নোয়াখালী পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে। অপর জন মো. হারুন (২৩) টেকনাফের মহেশখালীয়া পাড়ার আবু বকরের ছেলে।


অভিযানে ২ আসামি এসব মাদক টেকনাফের সাবরাং ইউনিয়নের কালামিয়ার ছেলে হোসাইন আহমদের (৪১) বলে বিজিবিকে জানিয়েছে।


বিজিবি রামুস্থ ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী এ ট্রাকটি তল্লাশি করা হয়। এসময় ট্রাকে থাকা লবনের বস্তার ভেতরে সাদা কাপড়ে মোড়ানো বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৮ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যেখানে নগদ ৩ লাখ ৩৬ হাজার টাকা, মদ ১ বোতল, চাকু ১ টি ও ৩ টি মোবাইল পাওয়া গেছে।


তিনি আরো বলেন, ২ জনকে আটক করা হলে তাদের স্বীকারোক্তি মতে মাদক চক্রের মূল হোতা হোসেইন আহমদকে ধরার জন্য টেকনাফের সাবরাং এলাকায় অভিযান পরিচালনা করেছে বিজিবি। এখন পর্যন্ত হোসাইনকে আটক করা সম্ভব না হলেও যাতে বৈধভাবে দেশ ছেড়ে পালাতে না পারে এ জন্য তার পাসপোর্ট এবং জাতীয় পরিচয় পত্র জব্দ করা হয়েছে।


এব্যাপারে মামলা করে আটকদের রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/ফরহাদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com