পঞ্চগড়ের সর্বোচ্চ করদাতারা সম্মাননা পেলেন সাত জন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ২১:১৫
পঞ্চগড়ের সর্বোচ্চ করদাতারা সম্মাননা পেলেন সাত জন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতারা হিসেবে সম্মাননা হিসেবে ক্রেস্ট, সনদ ও পরিচয়পত্র পেলেন সাতজন। এদের মধ্যে প্রথম আবুল কাশেম রুমেল, দ্বিতীয় সর্বোচ্চ প্রমিল সাহা, তৃতীয় তানভীর হোসেন পাপ্পু।


দীর্ঘমেয়াদি সর্বোচ্চ করদাতা আলতাফুর রহমান, দ্বিতীয় অ্যাডভোকেট আবুল কালাম ও ৪০ বছরের নিচে সর্বোচ্চ তরুণ কর দাতা খাদেমুল ইসলাম জনি এবং সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হিসেবে শাহানারা বেগমকে সম্মাননা ক্রেস্ট, পরিচয়পত্র ও সনদপত্র প্রদান করা হয়েছে।


জেলা ভিত্তিক সর্বোচ্চ এবং দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা-২০০৮ অনুযায়ী ২০২২-২০২৩ অর্থ বছরে পঞ্চগড় কর অঞ্চলের বিভিন্ন ক্যাটাগরির সেরা করদাতা নির্বাচিত করা হয়।


১৩ ডিসেম্বর, বুধবার দুপুরে রংপুর নগরের চিকলী ওয়াটার পার্কের কনভেনশন হলরুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নীতিমালা অনুযায়ী প্রত্যেককে একটি ক্রেস্ট, একটি পরিচিতি কার্ড ও একটি সম্মাননা সনদ প্রদান করা হয়।


সেরা কর দাতার ক্রেস্ট ও সম্মাননা পেয়ে আবুল কাশেম রুমেল বলেন, ‘কর সংস্কৃতির বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি, সম্মানিত করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জন এবং কর প্রদানকে সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করার জন্যই এমন উদ্যোগ এনবিআরের’।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) জি এম আবুল কালাম কায়কোবাদ, বিশেষ অতিথি ছিলেন রংপুর কাস্টম এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশনারেট মিজ ড. নাহিদা ফরিদী, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. আকবর আলী, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মো. রেজাউল ইসলাম মিলন, উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মিজ আনোয়ারা ফেরদৌসী পলি। এতে সভাপতি করেন রংপুর অঞ্চলের কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন।


বিবার্তা/বিপ্লব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com