ফেনীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৮:১৪
ফেনীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।


১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষ্যে ফেনী কলেজ বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহম্মদ নাসিম চৌধুরী, জেলা প্রশাসক শাহীনা আক্তার, জেলা পুলিশ সুপার জাকির হাসান, সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন, ফেনী কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেইন, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজিসহ আ.লীগ ও সকল সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।


সকাল ১১টার দিকে জেলাপ্রশাসনের আয়োজনে কলেজ রোডে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে বীর মুক্তিযোদ্ধা খাজা আহম্মদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় ফেনী কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেইন এর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক শাহীনা আক্তার, জেলা পুলিশ সুপার জাকির হাসান, সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, আবু তাহের ও মোস্তফা হোসাইন।


এদিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহম্মদ নাসিম।


তিনি বলেন, পাক হানাদার ও এদেশীয় দুশমনরা বিজয়ের দু-দিন পূর্বে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে।



আগামী দিনেও এমন ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ব্যক্তিগত দলাদলি পরিহার করে দলের ভিত্তি মজবুত করতে হবে।


বিশেষ অতিথি ছিলেন, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার, জেলা আ.লীগের সভাপতি হাফেজ আহম্মদ, পৌর মেয়র নজরুল ইসলাম প্রমুখ।


সন্ধ্যায় বধ্যভূমি স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


বিবার্তা/মনির/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com