বৃষ্টিতে সরিষার আবাদে ক্ষতির আশঙ্কা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৫:২৫
বৃষ্টিতে সরিষার আবাদে ক্ষতির আশঙ্কা
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাগুরার শালিখা উপজেলায় গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে রবি শস্যসহ শীতকালীন সবজি ও বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। প্রথমে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলেও সরিষাতে আশার আলো দেখছিলেন কৃষকেরা। কিন্তু আজ ৭ডিসেম্বর সকালের বৃষ্টিতে সরিষা ক্ষেতে পানি জমায় সে আসা কিছুটা ফিকে হয়ে গেছে কৃষকের। এখন তারা সরিষার ক্ষতির আশঙ্কা দেখছেন।


উপজেলা কৃষি দপ্তর থেকে জানা যায়, উপজেলায় এবার চলতি মৌসুমে ৬ হাজার ৭শ ৮০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের কৃষক আশরাফুল আলম বলেন, পাঁচ বিঘা জমিতে সরিষা চাষ করেছি, প্রায় জমিতেই সরিষায় ফুল এসেছে কিন্তু দুইদিন ধরে বৃষ্টিতে সরিষার ক্ষতি হতে পারে।


অপর কৃষক আসাদ মোল্যা বলেন, এবারও ৫ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। ভালো ফলনের আশাও দেখছিলাম। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সরিষা ক্ষেতে পানি জমলে সরিষা ঘরে উঠবে কিনা সে আশঙ্কা করছি।


শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর হোসেন বলেন, উপজেলায় এবার ৬ হাজার ৭শ ৮০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে এর মধ্যে এক তৃতীয় অংশ জমিতে ফুল এসেছে। বৃষ্টি শেষ না হলে ক্ষতির সম্ভাবনা আছে।


বিবার্তা/মনিরুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com