ঘূর্ণিঝড় মিধিলি
গাছ চাপায় ও পানিতে ডুবে দুই জনের মৃত্যু
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১৭:১৩
গাছ চাপায় ও পানিতে ডুবে দুই জনের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঘূর্ণিঝড় মিধিলির কারণে সৃষ্ট ঝড়ো হাওয়ায় গাছচাপায় মহেশখালী উপজেলার কালামারছরা ইউনিয়নে মোহাম্মদ সাঈদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও কক্সবাজারের বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়ে এবং ঝড়ে ধান ক্ষেতের ক্ষতি হয়েছে।


কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস জানিয়েছেন, গতকাল (শুক্রবার) বিকেলে ঝড়ের সময় তার বাড়িতে বড়ো একটা গাছ উপড়ে পড়লে বাড়ির একটি অংশ ধসে পড়ে। এতে যুবক গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ১৮ নভেম্বর, শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাঈদ মারা যায়। অপর দিকে গতকাল সন্ধ্যায় সদর উপজেলার চৌফলদন্ডি এলাকায় সাগর থেকে ফেরার সময় একটি মাছ ধরার ইঞ্জিন নৌকা মহেশখালী চ্যানেলে ডুবে গেলে আমির হোসেন কামাল নামে এক জেলের মৃত্যু হয়।


তিনি আরো জানান, ঝড়ো হাওয়ার কবলে পড়ে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ৩২ জন মাঝিমাল্লাসহ দুটি ফিশিং ট্রলার আজ দুপুরে কোস্ট গার্ডের একটি জাহাজ উদ্ধার করেছে। দুটি ট্রলারই কক্সবাজারের বলে জানিয়েছেন তিনি।


কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ কবির হোসেন জানিয়েছেন ঘূর্ণিঝড় মিধিলির কারণে ঝড়ের আঘাতে মহেশখালীতে ২০ হেক্টর পানের বরজ ১৪৫ হেক্টর আমন ধান ১৮০ হেক্টর শীতকালীন আগাম শাকসবজি ১১ হেক্টর সরিষা ক্ষেতের ক্ষতি হয়েছে।


এদিকে আজ থেকে টেকনাফ সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল ১০ টার দিকে কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজ সেন্টমার্টিন্স দ্বীপের উদ্দেশ্যে টেকনাফ ছেড়ে যায়।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী জানিয়েছেন, গত দুদিন ধরে সেন্টমার্টিন্স দ্বীপে অবস্থান করা পর্যটকদের এই জাহাজে করে আজ বিকেলে টেকনাফে নিয়ে আসা হবে। সাগরে প্রথমে নিম্নচাপ পরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায় গত দুদিন সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ ছিল। এসময় সেন্টমার্টিন্স দ্বীপে ভ্রমণে গিয়ে দুই শতাধিক পর্যটক আটকে ছিল। আগামীকাল থেকে টেকনাফ সেন্টমার্টিন্স নৌপথে অপরাপর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করবে বলে জানান ইউএনও।


বিবার্তা/ফরহাদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com